Shabwa Barat

Shabwa Barat
(Arabic: ليلة البراءة, Reverto: Laylat al Barat) or Middle-Shaban (Arabic: نصف شعبان, Rebel. Niṣf Sha'bān) is a Hijri Shaban,
A fair night of the celebrated Muslims between the 14th and the 15th of the month This night is called Laylat al.In Islamic belief, action is given to Allah in this night, Allah Almighty determines the fate of his servants for the coming year, and especially forgives his servants.Many Muslims of different places of the world worship this night through worship. Twelve Imam Shi'as celebrate their twelfth Imam Mahdi birthday on this day. The scholars of Salafi clauses believe that there is no specific order of worship on this day.
Bengali translation
শবে বরাত
 (আরবিليلة البراءة‎, প্রতিবর্ণী. লাইলাতুল বারআত‎) বা মধ্য-শা'বান (আরবিنصف شعبان‎, প্রতিবর্ণী. Niṣf Sha‘bān‎) হচ্ছে হিজরী শা'বানমাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যে পালিত মুসলিমদের একটি পূণ্যময় রাত। এই রাতকে লাইলাতুল বরাত বলা হয়। ইসলামী বিশ্বাসমতে, এই রাাতে কর্মকে আল্লাহর নিকট পৌছানো হয়, আল্লাহ আগামী বছরের জন্য তার বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন ও তার বান্দাদেরকে বিশেষভাবে ক্ষমা করেন। বিশ্বের বিভিন্ন স্থানের অনেক মুসলমান ইবাদাতের মাধ্যমে এই রাত পালন করেন। বারো ইমাম শিয়াগণ এই দিনে তাদের বারোতম ইমাম মাহদির জন্মদিন পালন করেন। সালাফি ধারার আলেমগণ এইরাতে বিশেষ কোনো ইবাদাতের নির্দেশ নেই বলে মনে করেন।

No comments

Theme images by molotovcoketail. Powered by Blogger.